মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জরুরি বিভাগের টিকেট ও ওয়ার্ডের ভর্তির ফরমে নিয়মবহির্ভূত ভাবে দুইটি ঔষধ কোম্পানির ঔষধের বিজ্ঞাপন দিয়ে দিয়ে আসছে গত দুই বছর বিতরণ ধরে অথচ স্বাস্থ্য কর্মকর্তার নজরে আসেনী বিষয় টি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানালেন, তিনি বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।
অনুসন্ধানে জানা যায়, সরাইল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জরুরি বিভাগের টিকেট ও হাসপাতালে রোগীর ভর্তির ফরমে গত প্রায় দুই বছর যাবত দুইটি বেসরকারি ঔষধ কোম্পানির বিজ্ঞাপন নিচের দিকে ছাপা হয়েছে। এগুলোর মধ্যে জরুরী বিভাগের টিকেটে গ্লোব ফার্মাসিটিক্যালের ট্রাইব্যাক, সিফিক্স, ইসোক্লক্স, রকেট ও ইমা-২০ ঔষধের বিজ্ঞাপন রয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি হতে আসা রোগীর ফর্মে এরিস্টো ফার্মা লিমিটেড কোম্পানির এক্সন, এক্সন-সিভি, ওরাডল, ভেরালজিন ও এপ্যালসেট ঔষধের বিজ্ঞাপন ছাপা রয়েছে। যা সরকারি হাসপাতালের টিকেট ও ফরমে বেসরকারি ঔষধ কোম্পানির বিজ্ঞাপন ছাপিয়ে বিতরণ করা সম্পূর্ণ অনিয়ম।
এবিষয়ে এরিস্টো ফার্মা ঔষধ কোম্পানির ব্রাহ্মণবাড়িয়ার এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আনোয়ার হোসেন জানান, এসব ফরম গুলো প্রায় দুই/আড়াই বছর আগে সরবরাহ করা হয়েছে। আমি এই এলাকায় যোগদান করার অনেক আগে। এখন তাদের কাছে (হাসপাতাল) থাকলে হয়তো ব্যবহার করছে।
গ্লোব ফার্মাসিউটিক্যালসের সরাইল প্রতিনিধি আনোয়ার হোসেন জানান, জরুরি বিভাগের টিকেট গুলো অনেক আগেই দেওয়া হয়েছে। কিন্তু এখন মাঝে মাঝে চাইলে ২/৩টি টিকেট বই সরবরাহ করা হয়। প্রতিটি বইয়ে ১০০ টিকেট থাকে।
সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া জানান, মাঝে মাঝে টিকেট শেষ হলে ঔষধ কোম্পানি সহায়তা করে। কিন্তু এগুলোতে বিজ্ঞাপন দেওয়ার নিয়ম নেই। স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, হয়তো পুরাতন টিকেট ও ফরম গুলো ফটোকপি করে ব্যবহার করা হচ্ছে। বিষয়টি আমার অজান্তে হয়েছে। আমি সব গুলো এখনই বন্ধ করে দিচ্ছি।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ উল্লাহ জানান, সরকারি হাসপাতালে টিকেট ও ফরমে কোন অবস্থাতেই বেসরকারি ঔষধ কোম্পানির বিজ্ঞাপন দেওয়া যাবে না। আমি দ্রত এই বিষয়ে সরেজমিনে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
এদিকে, ২১ ডিসেম্বর আমাদের সময় ডটকম ও ২২ ডিসেম্বর আমাদের নতুন সময়-এ জেলা নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের টিকেট ও ভর্তি ফরমে বেসরকারি ঔষধ কোম্পানির বিজ্ঞাপন নিতে সংবাদ প্রকাশ হলে, বিজ্ঞাপন যুক্ত ওই সকল টিকিট ও ফরম বিতরণ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।