মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভাণ্ডারিয়ায় চাকুরী দেয়ার কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ: টাকা ফেরত পেতে ভুক্তভোগিদের মানববন্ধন কাউখালীতে ইউনিয়ন-বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বিএনপির কাউন্সিলকে ঘিরে দলীয় কোন্দল প্রকাশ্যে: সংবাদ সম্মেলনে “ভোটার অস্বচ্ছের অভিযোগ” ইন্দুরকানীতে ইউপি সদস্য ও ভাবিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা; স্ত্রী গুরুতর জখম পিরোজপুরে বিয়ের বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষ নিহত ১ : আহত ২৯ পিরোজপুর জেলা কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক বিতরণ করা হয় নেছারাবাদে সমিতির সাথে সম্পৃক্ততা নেই, হয়রানির শিকার শিক্ষক দম্পতি কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় কলেমা চত্বরের সৌন্দর্য বর্ধণের কাজ শুরু পিরোজপুরে জার্নালিজম ফর সুন্দরবন -এর সভা অনুষ্ঠিত ইন্দুরকানীতে কয়লা বোঝাই ট্রাক নিয়ে খালের মধ্যে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ ভাণ্ডারিয়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেফতার ভান্ডারিয়ায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপিত ইন্দুরকানীতে “ডাক দিয়ে যাই”র উদ্যোগে ও পিকেএসএফ’র সহোযোগিতায় সমৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় গভীর রাতে আবু সালেহ হত্যা মামলার প্রধান আসামীর বাড়ি পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা ॥ ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি ভাণ্ডারিয়ায় জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির ভান্ডারিয়ায় জামরুল গাছ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজাপুরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভান্ডারিয়ায় অতিরিক্ত টোল আদায়
সরাইল হাসপাতালের ফরমে ঔষধ কোম্পানির বিজ্ঞাপন, দুইবছরে ও স্বাস্থ্য কর্মকর্তার নজরে আসেনী

সরাইল হাসপাতালের ফরমে ঔষধ কোম্পানির বিজ্ঞাপন, দুইবছরে ও স্বাস্থ্য কর্মকর্তার নজরে আসেনী

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জরুরি বিভাগের টিকেট ও ওয়ার্ডের ভর্তির ফরমে নিয়মবহির্ভূত ভাবে দুইটি ঔষধ কোম্পানির ঔষধের বিজ্ঞাপন দিয়ে দিয়ে আসছে গত দুই বছর বিতরণ ধরে অথচ স্বাস্থ্য কর্মকর্তার নজরে আসেনী বিষয় টি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানালেন, তিনি বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।

অনুসন্ধানে জানা যায়, সরাইল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জরুরি বিভাগের টিকেট ও হাসপাতালে রোগীর ভর্তির ফরমে গত প্রায় দুই বছর যাবত দুইটি বেসরকারি ঔষধ কোম্পানির বিজ্ঞাপন নিচের দিকে ছাপা হয়েছে। এগুলোর মধ্যে জরুরী বিভাগের টিকেটে গ্লোব ফার্মাসিটিক্যালের ট্রাইব্যাক, সিফিক্স, ইসোক্লক্স, রকেট ও ইমা-২০ ঔষধের বিজ্ঞাপন রয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি হতে আসা রোগীর ফর্মে এরিস্টো ফার্মা লিমিটেড কোম্পানির এক্সন, এক্সন-সিভি, ওরাডল, ভেরালজিন ও এপ্যালসেট ঔষধের বিজ্ঞাপন ছাপা রয়েছে। যা সরকারি হাসপাতালের টিকেট ও ফরমে বেসরকারি ঔষধ কোম্পানির বিজ্ঞাপন ছাপিয়ে বিতরণ করা সম্পূর্ণ অনিয়ম।

এবিষয়ে এরিস্টো ফার্মা ঔষধ কোম্পানির ব্রাহ্মণবাড়িয়ার এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আনোয়ার হোসেন জানান, এসব ফরম গুলো প্রায় দুই/আড়াই বছর আগে সরবরাহ করা হয়েছে। আমি এই এলাকায় যোগদান করার অনেক আগে। এখন তাদের কাছে (হাসপাতাল) থাকলে হয়তো ব্যবহার করছে।

গ্লোব ফার্মাসিউটিক্যালসের সরাইল প্রতিনিধি আনোয়ার হোসেন জানান, জরুরি বিভাগের টিকেট গুলো অনেক আগেই দেওয়া হয়েছে। কিন্তু এখন মাঝে মাঝে চাইলে ২/৩টি টিকেট বই সরবরাহ করা হয়। প্রতিটি বইয়ে ১০০ টিকেট থাকে।

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া জানান, মাঝে মাঝে টিকেট শেষ হলে ঔষধ কোম্পানি সহায়তা করে। কিন্তু এগুলোতে বিজ্ঞাপন দেওয়ার নিয়ম নেই। স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, হয়তো পুরাতন টিকেট ও ফরম গুলো ফটোকপি করে ব্যবহার করা হচ্ছে। বিষয়টি আমার অজান্তে হয়েছে। আমি সব গুলো এখনই বন্ধ করে দিচ্ছি।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ উল্লাহ জানান, সরকারি হাসপাতালে টিকেট ও ফরমে কোন অবস্থাতেই বেসরকারি ঔষধ কোম্পানির বিজ্ঞাপন দেওয়া যাবে না। আমি দ্রত এই বিষয়ে সরেজমিনে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

এদিকে, ২১ ডিসেম্বর আমাদের সময় ডটকম ও ২২ ডিসেম্বর আমাদের নতুন সময়-এ জেলা নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের টিকেট ও ভর্তি ফরমে বেসরকারি ঔষধ কোম্পানির বিজ্ঞাপন নিতে সংবাদ প্রকাশ হলে, বিজ্ঞাপন যুক্ত ওই সকল টিকিট ও ফরম বিতরণ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana