শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : জমি সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ার সৌদি প্রবাসির পরিবারকে মিথ্যা মামলায় জড়ানোসহ খুন জখমের হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। এঘটনায় উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের সৌদি প্রবাসি জাকির শরীফের স্ত্রী বিউটি বেগম সোমরাব রাতে ৪ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় জিডি করেছেন। বিবাদীরা হলো- একই এলাকার রুস্তুম হাওলাদারের ছেলে মাসুদ (৩০) ও বাচ্চু (৪৫), নয়া মিয়া হাওলাদারের ছেলে মিলন (৪০) এবং জাফর শরীফের স্ত্রী হামিদা বেগম।
ভুক্তভোগী বিউটি বেগম জানান, প্রতিবেশীদের সাথে আমার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারা আমার বাড়িতের বিদ্যুৎ সংযোগ নিতে বাঁধা দিয়েছে। জাফর শরীফের সাথে আমাদের জমির যৌথ দলীল হবার কারনে দলীল আটকে রাখে। আইনী সহযোগিতা নিয়ে ওই দলীল উদ্ধার করতে হয়েছে। আমার বাড়ি থেকে বেরুবার পথ অবরুদ্ধ করে দেয়। পরবর্তিতে অন্য এক জনের জমি চড়া মূল্যে কিনে আমার পথ তৈরী করতে হয়। বর্তমানে তারা আমাকে ও আমার ছেলে-মেয়েকে বিভিন্ন ভাবে হয়রানি করছে। গত রোববার ইচ্ছাকৃত ভাবে ঝগড়ায় জড়িয়ে আমাদের স্ব-পরিবারকে মিথ্যা মামলায় জড়ানোসহ খুন জখমের হুমকি দেয়।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।