শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহি অফিসার কে. এম. ইয়াসির আরাফাত।
উক্ত অনুষ্ঠানে ৩১ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ অাল মামুন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব মৃণাল কান্তি চৌধুরী লিটন। এ ছাড়া ও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, উপজেলা অফিসে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও শিক্ষার্থীরা।