শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া॥
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মুজিব বর্ষ উপলক্ষে স্বপ্নের সংগঠন এর উদ্যোগে গরিব ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার বিকালে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া মাদ্রসা মাঠে এক অনুষ্টানের আয়োজন করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বপ্নের সংগঠনের উপদেষ্ঠা মোঃ শাহজাহান এর সভাপতিত্ব সংগঠনের আহবায়ক রবিউল হাসান জহিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ¦ মোঃ নাজির মিয়া।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম মোস্তফা, সরাইল উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ শফিকুর রহমান, স্বপের সংগঠনের উপদেষ্ঠা ও খান ট্যুরস এন্ড ট্রাভেল্সের পরিচালক খান মোঃ আরেফ শাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আল আরাফাত ইসলামী ব্যাংকের কর্মকর্তা জহিরুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল মোস্তফা, শ্রমিক নেতা আমির হোসেন আমু, অএ সংগঠনের সদস্য মোঃ নাঈম খান, সাইফুল ইসলাম, মোঃ আলমগীর, কালাম মিয়া প্রমুখ।
উল্লেখ্য যে, অনুষ্ঠানপ গরীব ও অসহায় লোকজনের মাঝে ৪০০ শত কম্বল বিতরন করা হয়েছে।