শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ অপরাহ্ন
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে ইন্দুরকানীতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৫ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১ টায় ইন্দুরকানী সরকারি কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে এক অনুষ্ঠানে মিলিত হয়। এসময় দলীয় পতাকা উত্তোলন, কেক কেটে এবং শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করে ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ঈ¯্রাফীল খান নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান এ্যাড এম মতিউর রহমান, প্রধান আলোচক উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল-মুজাহিদ, বিশেষ অতিথি ইন্দুরকানি থানার অফিসার্স ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আ.লীগ নেতা মনিরুজ্জামান শিকদার, বদিউজ্জামান বাদল উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহিন গাজী, যুগ্ম সম্পাদক মাসুদ রানা, যুবলীগ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শাওন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক লাভলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান সোহাগ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ছাত্রলীগকে আদর্শবান হওয়ার আহবান জানায়, বঙ্গবন্ধু ভোগের রাজনীতি নয় ত্যাগের রাজনীতি করে গেছেন। তারই আদর্শিক পথে তার কণ্যা দেশরতœ শেখ হাসিনা দেশকে সুখি সম্মৃদ্ধ একটি উন্নয়নশীল রাস্ট্রে রুপান্ত্রিত করার জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন। তাই উন্নয়নের অগ্রযাত্রায় সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মিকে একজন ত্যাগী এবং আদর্শবান কর্মি হিসেবে শেখ হাসিনার নির্দেশিথ পথে সব সময় অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানান তারা।
অনুষ্ঠানে উপজেলা অওয়ামীলীগ, যুব লীগ, ছাত্রলীগসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।