শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল : মুজিবর্ষে কোভিড ১৯-এ জনসচেনতা সৃষ্টির লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় ‘খাদ্য নিরাপদতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে এ সেমিনারে শিক্ষক,ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
উপজেলা নির্বাহী র্কমর্কতা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গোলাম রব্বির পরিচালনায় গণ সচেনতা বৃদ্ধির লক্ষে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, প্রাণী সম্প্রাসারণ কর্মকর্তা ডা. ইমরান হোসেন, প্রধান শিক্ষক রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান আব্দুস সোবাহান শরীফ, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ ও সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমূখ।
উপজেলা নির্বাহী র্কমর্কতা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডুর বলেন, ভেজাল খাদ্য সরবরাহকারিদের কঠিন সতর্ক করে সবাইকে নিরাপদ খাদ্য ব্যবহারের আহ্ববান জানান।