শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মহিলা কলেজে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনিত হয়েছে।
এ উপলক্ষে রোববার ১০ জানুয়ারি সকালে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটি ও সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খান।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম।
স্বাগত বক্তব্য রাখেন সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন।
আলোচনা সভায় অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মাহফুজ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর, জুলকার নাঈন, ফয়সাল আহমেদ মৃধা দুলাল, প্রভাষক রুহুল আমীন, শফিকুল ইসলাম, নাঈমা আক্তার, প্রথম বর্ষের শিক্ষার্থী দিলরুবা আক্তার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান।