শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ অপরাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মানাধীন গেইটের নিচে চাপা পড়ে মোমিন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ জানুয়ারী) দুপুরের দিকে উপজেলা সদরের সোনারামপুর এলাকায়। নিহত মোমিন উপজেলার মৈশার গ্রামের ইসহাক মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে মোমিনসহ আরও কয়েকজন সোনারামপুর এলাকার একটি বাড়িতে গেইট লাগানোর কাজ করছিলেন। মোমিন গেইট লাগানোর জন্য ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। হঠাৎ করে গেইটটি মোমিনের ওপরে পড়ে গেলে ঘটনাস্থলেই মোমিনের মৃত্যু হয়। তবে এ ঘটনায় মোমিনের পরিবার থানায় কোনো অভিযোগ করবেনা বলে জানিয়েছে। অভিযোগ দিলে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।