শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল.বিশেষ প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রীর শীত উপহার হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়ার গুলিসাখালী-মঠবাড়িয়া সড়কের পাশে বসবাসরত বেঁদে পল্লী এলাকায় কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকতা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু সাতটি বেঁদে পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেয়া এ কম্বল বিতরণ করেন।
এছাড়াও মঠবাড়িয়া-গুলিসাখালী সড়কের ছোট শিগাং নামক স্থানে ওয়াবদার পাশে বসবাসরত আরও ছয়টি বেঁদে পরিবারের হাতে কম্বল তুলে দেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার ও অফিস সহকারী নুরুজ্জামান ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকতা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শীত উপহার হিসেবে তাঁর ত্রাণ থহবিল থেকে আসা কম্বল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর দেয় এ সেবা অব্যাহত থাকবে।