শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় অজ্ঞাত রোগে আক্রান্ত স্বামীর টাকা আত্মসাৎ করতে না পেরে শ^শুর-শাশুড়ীসহ ৪ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে স্ত্রী লাকি আক্তারের বিরুদ্ধে। মামলার ভয়ে পুরো পরিবারের লোকজন পালিয়ে বেড়াচ্ছে। লাকি বেগম উপজেলার দক্ষিণ মিরুখালী গ্রামের নিজাম হাওলাদারের স্ত্রী ও আলগী পাতাকাটা গ্রামের জলীল আকনের মেয়ে।
স্থানীয়রা জানান, নিজাম হাওলাদার স্ত্রী লাকি বেগমকে নিয়ে ঢাকার বাড্ডা এলাকায় বসবাস করতেন। নিজাম হাওলাদার একজন শিল্পপতির গাড়ি চালিয়ে সংসার চালাতেন। গত বছর নিজাম অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পরে যা নিজামের মা-বাবাকে অবগত করেনি লাকি বেগম। এদিকে নিজামের মা-বাবা অসুস্থের বিষয়টি জানতে পেরে নিজামকে বাড়িতে এনে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। অবস্থার উন্নতি না হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
স্থানীয়দের অভিযোগ নিজাম হাওলাদারের চিকিৎসার জন্য তার মালিক প্রতিমাসে ৩০ হাজার টাকা দিয়ে সহযোগিতা করে আসছে। কিন্তু স্ত্রী লাকি বেগম ওই টাকা স্বামীর চিকিৎসায় ব্যয় না করে বৃহৎ অংশ আত্মসাৎ করে। উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় এদিকে আবারও নিজামকে তার মা-বাবা বাড়িতে ফিরিয়ে আনেন। লাকি বেগম স্বামীর সেবা-যতœ না করে তার বাবার বাড়িতে চলে যায়।
গত ১৮ জানুয়ারী লাকি বেগম ও তার বাবা জলীল আকন, ভাই লোকমানসহ অজ্ঞাত ৩/৪ ব্যক্তি গুরুতর অসুস্থ নিজাম হাওলাদারকে ছিনিয়ে নিতে যায়। এসময় নিজাম হাওলাদারের মা-বাবা বাঁধা দিতে গেলে কথার কাঁটাকাটি হয়। এ ঘটনায় মারামারি দেখিয়ে নিজামের বাবা আঃ হক হাওলাদারকে প্রধান আসামী করে লাকি বেগম ৪ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে।
এ ব্যপারে লাকি বেগম টাকা আত্মসাতের অভিযোগ আস্বীকার করে বলেন, ওই দিন তাকে (নিজাম হাওলাদার) আমার বাবা-মা দেখতে গেলে তাদের ওপর হামলা করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।