শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল : পিরোজপুরের মঠবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও আমড়াগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোতাম্বর হোসেন তোতা মিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় সমবায় ব্যাংক সভা কক্ষে ব্যাংকের চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হকের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা ফারুক উজ জামান, ব্যাংকের পরিচালক সালাউদ্দিন ফারুক, নাসির উদ্দিন মাতুব্বর, পংকজ সাওজাল, জেলা বিএনপির বিশেষ সম্পাদক কেএম হুমায়ূন কবির, আ‘লীগ নেতা হারুণ অর রশিদ খান, প্রভাষক জুলহাস শাহিন প্রমূখ। পরে তার রূহের মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়।