শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ
আশুগঞ্জে মরহুম জামাল মুব্সির স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে তারুয়া ইউনিয়ন আওয়ামীগের উদ্যোগে স্থানীয় নজরুল মার্কেটে অনুষ্ঠিত মিলাদ ও আলোচনা সভায় তারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাউলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান আনসারী,আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোাঃ হানিফ মুন্সি, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, আশুগঞ্জ শিল্প ও বনিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি।
উক্ত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় অনান্যদের মাঝে বক্তব্য রাখেন তারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাদল সাদির, মতিউর রহমান, জাকির হোসেন, বাদল,ছাত্রলীগের রবিউল সানি,সাদ্দাম হোসেন, জাহাঙ্গীর আলম, রিফাত হাসান ।
বক্তারা মরহুম জামাল মুন্সীর জীবনাদর্শের উপর আলোচনা করে বলেন, জামাল মুন্সী সমাজের একজন ভাল গুনাবলী সম্পন্ন ও উদার মনের মানুষ ছিলেন।তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় সে গত ২২ শে জানুয়ারি দিবাগত রাতে নিহত হন। বক্তারা তার খুনীদের উপযুক্ত শাস্তির দাবী জানান এবং দ্রুত খুনীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার ও আহবান জানান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছাত্রলীগের রাফি।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি ও উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।