নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ইন্দুরকানীতে বাড়ির রাস্তা কেটে অবরুদ্ধ করা রাখা হয়েছে মোল্লা পরিবারকে। স্থানীয় মহিদুল ইসলাম মোল্লা এবং হুমায়ুন শেখ এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ থাকায় এমনটি ঘটেছে বলে জানা গেছে। সরেজমিন পরিদর্শন করে উপজেলার বাড়ৈখালী মহিদুল ইসলাম মোল্লার গ্রামের বাড়ির চলাচলের একমাত্র রাস্তা কাটার সত্যতা পাওয়া গেছে। চলাচলের একমাত্র রাস্তা কেটে পথ বন্ধ করে দেয়ায় চরম বিপাকে পরেছে ভুক্তভোগী ঐ পরিবারটি। উপজেলার বাড়ৈখালী গ্রামে আফজাল শেখের ছেলে হুমায়ুন শেখ (৪৫) তার লোকজন নিয়ে বাড়ির রাস্তা দুই দিক থেকে কেটে মোল্লা পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে। অবরুদ্ধ মুহিদুল ইসলাম মোল্লা বলেন,দীর্ঘদিনের বাড়ির রাস্তাটি কাটায় আমাদের চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান। অভিযুক্ত হুমায়ুন শেখ বলেন, আমার বাড়ির পাশ দিয়ে হাটার পথ ছিলো।কিন্তু এখন আমি তাদের অন্য জায়গা দিয়ে রাস্তার পথ করে দিতে চাই। কিন্তু সেটা তারা মেনে নিতে চায়না। ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ূন কবির বলেন,দুই পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।