শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ
আজ রোববার। বাংলা মাসের ১ লা ফাল্গুন। আজ থেকে ঋতুরাজ বসন্ত শুরু। তাই প্রতিবছরের মতো এবারো বসন্তবরণ উৎসব পালন করবে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহি ‘তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ’। বিকাল ৪ টায় শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে উক্ত উৎসবের উদ্ধোধন করবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ফাহিমা খাতুন।
সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি রোকেয়া দস্তগীর। কর্মসূচীর মধ্যে রয়েছে ফুলেল শুভেচ্ছা, কবিতাপাঠ, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য।
এ উপলক্ষে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হবে সংগঠনের উপদেষ্টা এড. তাসলিমা সুলতানা খানম নিশাতকে।
বসন্তবরণ উৎসবে সকলের উপস্থিতি কামনা করেছেন উৎসব উদযাপন পরিষদের আহবায়ক আবদুর রহিম ও সদস্য সচিব মাসুম মিয়া।
বসন্তবরণ উৎসবের আহবায়ক আবদুর রহিম বলেন, তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ বিগত ২০ বছর ধরেই বসন্তবরণ উৎসব উদযাপন করে আসছে। এবারো বর্ণাঢ্য আয়োজনে এ উৎসবের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও শৃংখলা কামনা করেন।