শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
আশুগঞ্জে ২২দিম ব্যাপী ফ্রি ল্যান্সিং/আউটসোর্সিং এর মাধ্যমে বেকার যুবক ও যুব নারীদের সক্ষমতা বৃদ্বিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত এবং উপজেলা পরিচালন ও উন্নয়নপ্রকল্প-স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র অর্থায়নে আয়োজিত উক্ত ফ্রি ল্যান্সিং/আউটসোর্সিং কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোাঃ হানিফ মুন্সি।
আশুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা।
এতে কারিগরি তত্বাবধানে ছিলেন আশুগঞ্জ উপজেলা সহকারী প্রোগ্রামারের কার্য্যালয়।
এতে অন্যান্যদের স্বাগত বক্তব্য রাখেন মোঃ আবদুল্লাহ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশুগঞ্জ উপজেলার উন্নয়ন ও পরিচালন কর্মকর্তা জামালউদ্দিন।
উল্লেখ্য যে, উক্ত প্রশিক্ষণ কর্মশালায় মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।