শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ
বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ও আশুগঞ্জ উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক উপজেলার ৫৪০ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন,ইস্ত্রি ও চেয়ার বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে এগারটায় উপজেলা মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোাঃ হানিফ মুন্সি।
উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা,উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী সায়মা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।