শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল : মুজিব শতবর্ষে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে ৩ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৪ তলা নতুন উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি প্রধান অতিথি হিসেবে শনিবার সকালে দৃষ্টি নন্দন আধুনিক এ স্কুল ভবনটির শুভ উদ্বোধন করেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য সাবিনা ইয়াসমিন এর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূঞা, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, প্রভাষক ফারুক হোসেন, প্রধান রুহুল আমিন, শিক্ষক নাসির উদ্দিন, কাউন্সিলর মতিয়ার রহমান মিলন, এমপি‘র জনসংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু প্রমূখ।
জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় কার্যাদেশ পাবার পর মেসার্স ইফতি কনস্ট্রাকশন ২০১৯ সালে মে মাসে এ নতুন ভবনের কাজ শুরু করেন। সম্প্রতি ৪ তলা বিশিষ্ট আধুনিক এ স্কুল ভবনটি নির্মাণ কাজ সম্পন্ন হয়। ভবনটিতে রয়েছে ১২ টি কক্ষ, সুবিধা সম্পন্ন দু‘পাশে রয়েছে ওয়াশরুম।
প্রধান অতিথি ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি বলেন, শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব শতবর্ষে উপহার স্বরূপ আধুনিক ভবন নির্মাণ করছেন। পর্যায়ক্রমে উপজেলার সকল স্কুল ভবন আধুনিকায়ন করা হবে।