শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতি বুধবারের ন্যায় ১০ মার্চ বুধবার দুপুরের প্রতিবন্ধী কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে খাবার বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধী কল্যান ফাউন্ডেশন কার্যালয় উপজেলার অর্ধ শতাধিক বিভিন্ন প্রতিবন্ধিদের মাঝে এ খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মঠবাড়িয়া উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মীর আবদুল মন্নান। এ সময় প্রতিবন্ধী কল্যান ফাউন্ডেশনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুলতান আহম্মেদ সভাপতিত্বে বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক জুলফিকার আমীন সোহেল, সমাজ সেবক পান্না মিয়া, সমাজ সেবক কল্যান ফাউন্ডেশনের সদস্য মাইনুল ইসলাম মিরন মিয়া, সংগঠনটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, শিক্ষক নেতা দুলাল, ইউপি সদস্য পেরু সিকদার, সমাজ সেবক শহিদ জমাদ্দার, সংগঠনটির কেশিয়ার মনির হোসেন, মহিলা সম্পাদিকা ফাহিমা আক্তার। উল্লেখ্য: গত ৬ মাস ধরে মঠবাড়িয়া প্রতিবন্ধী কল্যান ফাউন্ডেশন প্রতি বুধবার উপজেলার অর্ধ শতাধিক বিভিন্ন প্রতিবন্ধিদের মাঝে দুপুরের খাবার বিতরণ করে আসছে।