শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
জহির সিকদার ব্রাহ্মণবাড়িয়াা জেলা সংবাদদাতাঃ
আশুগঞ্জে দৈনিক একুশে আলোর সম্পাদক ও প্রকাশক সেলিম পারভেজ এর ৫০ তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে স্থানীয় ক খ টিভি ও একুশে আলো পত্রিকা অফিসে মঙ্গলবার সকালে পরিবারের পক্ষ থেকে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ।
সন্ধ্যায় একই স্থানে নবগঠিত আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে কেক কেটে জন্মদিন পালন করেন। এ সময় ছাত্রদলের আহবায়ক মারুফ আহমেদ (তোফাজ্জল), সদস্য সচিব আল-আরাফাত রাফি সহ ছাত্রদলের আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সব শেষে আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও একুশে আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেলিম পারভেজ এর কর্মী-সমর্থকরা কেক কেটে তার জন্মদিন পালন করেন । এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোহাম্মদ মোজাম্মেল হক, আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি আক্তারুজ্জামান রঞ্জন ও সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, প্রেসক্লাবের সাবেক সম্পাদক হুমায়ুন কবির, সাংবাদিক জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক গ্রুপ আশুগঞ্জ উপজেলা শাখার সভাপতি বাবুল সরকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী নবীন দলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল, নবগঠিত আশুগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব হাবিবুর রহমান, মোঃ মোখলেছ, ছাত্রদল নেতা আমীর হোসেন, মোঃ তানভীর, মামুন, মীর্জা আববাস,ফটোগ্রাফার খোকন ছাড়াও অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।