শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন
ইন্দুরককানী উপজেলার বালিপাড়া ইউপি নির্বাচনে সতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিলের সার্টিফাই কপি দিলেন না উপজেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান। গত ১৯ মার্চ সন্ধ্যায় উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন বাছাইপর্ব ছিল । কিন্তু সতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের সমর্থনকারি এনায়েত শিকদারকে বালিপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কবির বয়াতীর পালিত সন্ত্রাসীরা অপহরন করে নিয়ে যায় সেই কারন দেখিয়ে হাবিবুর রহমানের মনোনয়ন বাতিল করে উপজেলা নির্বাচন অফিসার। এবিষয়ে সতন্ত্র প্রার্থী লিখিত অভিযোগ দাখিল করেন নির্বাচন অফিসারের বরাবর, ইন্দুরকানী থানা অফিসার ইনর্চাজের নিকট । অপহরনের খবর কয়েটি জাতিয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ইন্দুরকানী থানা পুলিশ অভিযান চালিয়ে সারে তিন ঘন্টা পরে এনায়েতকে উদ্ধার করে। কিন্তু উপজেলা নির্বাচন অফিসের সামনে কবির বয়াতীর লোকেরা সব সময় পাহাদিয়ে আসছে তার জন্য সতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান তার বাতিল করা মনোনয়নের সাঠিফাই কপি নিতে পারে নাই । ২২ মার্চ সকালে তিনি যখন সার্টিফাই কপি নিতে যান তখন নির্বাচন অফিসার অফিস থেকে বেরিয়ে চলেযান । সতন্ত্র প্রার্থী হাবিুর রহমানের সঙ্গে থাকা লোকজন কয়েক ঘন্টা অপেক্ষা করে অফিসের কারো কাছথেকে কোন রকম সহযোগীতা নাপেয়ে তার চলে আসেন। উপজেলা নির্বাচন অফিসার সময়ের কালক্ষেপন করেণ ।
তিনি বিকাল সারে চারটার সময়ে তার অপিসে আসেন যাতে করে সতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান মনোনয়ম বাতিলের সার্টিফাই কপি তুলে নানিতে পারেন এবং আদালতে আপিল নাকরতে পারেন।
এবিষয়ে উপজেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামানের সাথে সাংবাদিকরা যোগা যোগ করলে তার মুঠো ফোনে – ০১৭১৫০৫৬১২৮ নাম্বারে কল করলে তিনি রিসিভ করেনি।