নিজস্ব প্রতিবেদক
বরিশাল বানারীপাড়া চাখার ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মেজবাহ উদ্দিন সোহেলের হলফ নামায় ঋন খেলাপির তথ্য গোপনের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাখার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড থেকে তিনি পুনরায় ইউপি সদস্য হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।
গত ১৮ মার্চ মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল, ১৯ মার্চ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মনোনয়ন পত্রের যাচাই বাচাই করে সোহেলকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষনা করেন।
নির্বাচন অফিস সুত্রে জানা যায় যাচাই বাচাইতে তার মনোনয়ন পত্রে হলফ নামায় ঋন খেলাপির কথা উল্লেখ নেই। তিনি তথ্য গোপন করে হলফ নামায় মিথ্যার আশ্রয় নিয়েছেন।
১৯ মার্চ চাখার ইউনিয়নের বড় ভৈৎসর গ্রামের মোঃ আঃ আজিজ ইউপি সদস্য মেজবাহ উদ্দিন সোহেলের বিরুদ্ধে হলফ নামায় ঋন খেলাপির তথ্য গোপনের অভিযোগ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে দিয়েছেন।
অভিযোগ সুত্রে জানা যায় ইউপি সদস্য সোহেল একজন ঋন খেলাপি। সে তার স্ত্রী মিসেস রেখা এর ঋনের জামিনদার।তার স্ত্রী মতিঝিলের ব্রাক ব্যাংকের শান্তিনগর শাখা থেকে ৫ লাখ টাকা ঋন গ্রহন করে পরিশোধ না করায় ঢাকার অর্থ ঋন আদালতে ২০২০ সালের ১৪ ডিসেম্বর এ মামলা দায়ের করা হয়।যাহার নং ৭৭২/২০।
ব্যাক ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার এ এম হারুন লোন অফিসার তরিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তারা এ ঋন খেলাপির কথা সত্যতা স্বীকার করে বলেন তার কাছে দাবীকৃত টাকার পরিমান ৭,৭৬,৬৫৫ টাকা।
তিনি এই টাকা পরিশোধ না করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ইউপি সদস্য প্রার্থী হিসেবে হলফ নামায় তথ্য গোপন করে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান ইউপি সদস্য সোহেলের বিরুদ্ধে ঋন খেলাপির অভিযোগ পাওয়া গেছে। সত্যতা যাচাই করে তার বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা গ্রহন করা হবে।