শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল : পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিবন্ধি কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ধারাবাহিক খাবার বিতরণের অংশ হিসেবে ২৪ মার্চ বুধবার দুপুরে অর্ধ শতাধিক বিভিন্ন প্রতিবন্ধিদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মঠবাড়িয়া উপজেলা সেটেলমেন্ট (সার্কেল) সহকারি কর্মকর্তা মীর আব্দুল মান্নান হোসেন।
প্রতিবন্ধি কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, মার্কেন্টাইল ব্যাংক মঠবাড়িয়া শাখা ব্যবস্থাপক মো. ফারুক সিকদার, মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাশার, সাংবাদিক জুলফিকার আমীন সোহেল, প্রতিবন্ধি কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, মাওলানা ফারুক আহম্মেদ প্রমূখ।
প্রতিবন্ধি কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, গত ৪ মাসের বেশী সময় ধরে মঠবাড়িয়া উপজেলার অর্ধ শতাধিক প্রতিবন্ধিদের মাঝে প্রতি বুধবার কাবার বিতরণ করার পাশাপাশি সাধ্যমত তাদের চিকিৎসা সহায়তা, মেয়ে বিয়ে দিতে সহযোগিতা, শীতের সময় কম্বল বিতরণ করা হয়েছে। এ কর্যক্রম অব্যহত থাকবে। তিনি সমাজের মানবিক ও ধর্ণ্যাঢ্য ব্যক্তিদের প্রতিবন্ধিদের সাহায্যে এগিয়ে আসার আহŸবান জানান।