শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ভূমি অফিস, জেলা সরকারি গণগ্রন্থাগার ও সুরসম্রাট দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে আগুন দিয়েছে হরতাল সমর্থনকারীরা। রোববার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে হেফাজতে ইসলামের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকায় সুরসম্রাট দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে আগুন দিয়েছে হরতাল সমর্থনকারীরা। একই সময়ে এর কাছে শহরের জেল রোড এলাকায় সদর উপজেলা ভূমি অফিসে আগুন দেয় তারা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভবন দুটিতে আগুন জ্বলছিল। আগুন নেভাতে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি।
স্থানীয় সূত্র আরো জানিয়েছে, এরপর হরতাল সমর্থকরা কুমারশীল মোড় এলাকায় জেলা সরকারি গণগ্রন্থাগারে আগুন দেয়।