শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পিরোজপুর শিক্ষককে হাতুড়িপেটা, বিএনপি নেতা গ্রেপ্তার কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লোহার পুল ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী ও শ্বশুর আটক পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা কাউখালীতে মন্ডপগুলোতে চলছে দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান নেছারাবাদে ২৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে জাল ফেলছে জেলেরা! মিলছে না কাঙ্খিত ইলিশ পিরোজপুর ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন: সোহাগ সভাপতি, মিঠু সম্পাদক কাউখালীতে অপহরণের তিন মাস পর সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী উদ্ধার কাউখালীতে জেলের মরদেহ উদ্ধার ইউনিয়ন বিএনপির সেক্রেটারীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীর প্রথম ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভাণ্ডারিয়ার চাঞ্চল্যকর আসমা হত্যার বিচার দাবিতে পিরোজপুরে মানববন্ধন কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত মঠবাড়িয়ায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঝালকাঠিতে ৫হাজার স্যালাইন এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের

ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঝালকাঠিতে ৫হাজার স্যালাইন এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের

কামরুল হাসান মুরাদ, ঝালকাঠি :: ঝালকাঠি জেলায় প্রতিদিনই ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ ডায়রিয়া পরিস্থিতি মোকাবেলায় শরীরে পুষ করার আইভি স্যালাইন সংকট থাকায় কিংকর্তব্যবিমূঢ় ছিলো স্বাস্থ্য বিভাগ। স্যালাইনের হাহাকার ছিলো সরকারী-বেসরকারী সকল পর্যায়েই। স্যালাইনের বরাদ্দ চেয়ে স্বাস্থ্য বিভাগে লিখিতভাবে আবেদন করে ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগ। সরকারী প্রক্রিয়া অনুযায়ী স্যালাইন আসতে দেরী হওয়ায় স্যালাইন সংকটে রোগীর চাপ সামাল দিতে সহায়তা চেয়ে অফিসিয়াল ফেসবুক পেজে সহায়তারও আবেদন জানান চিকিৎসকরা। অবশেষে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ঝালকাঠির জন্য ৫হাজার স্যালাইন বরাদ্দ করে প্রেরণ করে। বুধবার সকালে ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে স্যালাইন পৌছে। আসার সাথে সাথেই উপজেলা ভিত্তিক বণ্টন করে জেলা সদর হাসাপাতালের জন্য ২হাজার এবং বাকি ৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ১হাজার করে পৌছানো হয়েছে। এরপূর্বে সোমবার বিকেলে ব্যক্তিগত উদ্যোগে ২হাজার আইভি স্যালাইন দান করেন শিল্পমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি। যার ১হাজার ঝালকাঠি সদর হাসপাতালের জন্য এবং বাকি আরেক হাজার নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য দেয়া হয়েছে বলে জানিয়েছেন এমপি আমু। রবিবার সন্ধ্যায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ব্যক্তিগতভাবে ১হাজার আইভি স্যালাইন দান করেন বিশিষ্ট ব্যবসায়ী ও এমখান গ্রæপের চেয়ারম্যান মাহফুজ খান। অপরদিকে সোমবার রাতে ব্যক্তিগত উদ্যোগে ৩হাজার ব্যাগ (প্রতি ব্যাগে ১হাজার মি.লি.) আইভি স্যালাইন দান করেন ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের এমপি ও প্রিমিয়ার ব্যাংক চেয়ারম্যান বজলুল হক হারুন। যার ১হাজার ব্যাগ রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এবং বাকি দুই হাজার ব্যাগ কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য দেয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাম্বাসেডর মাহমুদুল হাসান।
এছাড়াও জেলা সদর হাসপাতাল, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেসরকারীভাবে স্থানীয় দানশীল ব্যক্তিরা স্যালাইন সহায়তা প্রদান করেন। রবিবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্যালাইন হস্তান্তর করা হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, করোনার মধ্যে তীব্র গরমে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহে জেলায় আড়াই হাজারেরও বেশি মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় দেড় হাজার মানুষ। হাসপাতালের নির্দিষ্ট বিছানায় স্থান না পেয়ে গাদাগাদি করে ফ্লোরে বিছানা পেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে আক্রান্তদের। ফ্লোরে এবং বারান্দায় বিছানা দিয়ে চিকিৎসার পরিবেশ নেই বলেও অভিযোগ স্বজনদের। ডায়রিয়া আক্রান্তদের বেশিরভাগই মহিলা, শিশু ও বয়স্ক। নেই স্যালাইন, নেই বিছানা একারণে অনেকেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। ভয়াবহ এ পরিস্থিতিতে স্বাস্থ্যবিভাগের সকল জনবলই হিমশিম খাচ্ছেন। এমন ক্রান্তিলগ্নে লগ্নে শিল্পমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি ২হাজার, ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের এমপি ও প্রিমিয়ার ব্যাংক চেয়ারম্যান বজলুল হক হারুন ৩হাজারসহ স্থানীয় দানশীল ব্যক্তিরা স্যালাইন সহায়তা প্রদান করায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা দিতে পারছেন।
ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের এমপি ও প্রিমিয়ার ব্যাংক চেয়ারম্যান বজলুল হক হারুন’র অ্যাম্বাসেডর মাহমুদুল হাসান জানান, ডায়রিয়া পরিস্থিতিতে স্যালাইন সংকটের কথা শুনে লিডার (প্রিমিয়ার ব্যাংক চেয়ারম্যান বজলুল হক হারুন এমপি) ৩হাজার ব্যাগ আইভি স্যালাইন দিয়েছেন। যার ১হাজার ব্যাগ রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এবং বাকি দুই হাজার ব্যাগ কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য। যাতে করে এদুই উপজেলার ডায়রিয়া আক্রান্তরা সঠিকভাবে চিকিৎসা সহায়তা নিতে পারে।
সিভিল সার্জন ডা, রতন কুমার ঢালী জানান, ঝালকাঠির ডায়রিয়া পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত আইভি স্যালাইন প্রয়োজন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ৫হাজার স্যালাইন বুধবার সকালে এসে পৌছেছে। জেলা সদর হাসপাতালসহ ৪উপজেলায় বণ্টন করে দেয়া হয়েছে। এরপূর্বে ডায়রিয়া মহামারি আকার ধারণের পরিস্থিতির খবর শুনে এমপি আমির হোসেন আমু আমাদের ২হাজার, এমপি বজলুল হক হারুন ৩হাজার আাইভি স্যালাইন দিয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন দানশীল ব্যক্তি আইভি স্যালাইন প্রদান করেছেন যা ক্রান্তিলগ্নে আমাদের অনেক কাজে এসেছে। যার দ্বারা ডায়রিয়া আক্রান্ত জনসাধারনকে চিকিৎসা করা সম্ভব হচ্ছে।
সংসদ সদস্য আমির হোসেন আমু বলেন, ডায়রিয়া পরিস্থিতিতে স্যালাইন সংকটের কথা শুনে আমি ঝালকাঠি সদর হাসপাতাল ও নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২হাজার স্যালাইন দিয়েছি। হাসপাতালে যাতে পর্যাপ্ত স্যালাইন সরবরাহের ব্যবস্থা করা হয় সেজন্য স্বাস্থ্য মন্ত্রীর সাথে কথাও বলেছি। মন্ত্রণালয় থেকে ৫হাজার স্যালাইন পাঠিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana