সুমন খান:
বরিশালের কৃতি সন্তান ও ছাত্রনেতা আদর্শের সৈনিক মানবতার কান্ডারী, অসহায় হতদরিদ্র পাশে থাকার বন্ধু বরিশালে সাবেক ভিপি আলহাজ্ব ভিপি মঈন তুষার।
ভিপি মঈন তুষার ,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্ত ভালোবাসা নিয়ে , বরিশালের মরহুম সাবেক মেয়র শওকত হোসেন হিরনের অনুসারি ও রাজনীতির পাশাপাশি,তিনি সাংবাদিকতায় বিশেষ ভূমিকা পালন করে আসছেন এবং সে বরিশাল বিভাগীয় , দৈনিক বাংলাদেশ বানী, ও ডিবিবি নিউজ টোয়েন্টিফোর নেট, সম্পাদক ও প্রকাশক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বি এম কলেজের ভিপি মোঃ মঈন তুষার। সুস্থতা কামনা করে তিনি বরিশাল বাসীর কাছে দোয়া কামনা করেছেন।
ভিপি মোঃ মঈন তুষার গণমাধ্যমকে জানান, ‘দুই/তিনদিন ধরে খুসখুসে কাশি, হালকা জ্বর ছিল, পরে করোনা টেস্ট করাই।
আজ ফলাফল পজিটিভ এসেছে।
বাসায় আইসোলেশনে আছি। সবার কাছে দোয়া চাই। জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি হতে পারে কি। তাই রমজানুল মোবারক আল্লাহর সিয়াম মাসে সকল বান্দাকে মাপ করুক আমিন আল্লাহ আমাকে দ্রুত সুস্থ দান করুক।