শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
শরিফুল ইসলাম ছোটন, বেনাপোল (যশোর) প্রতিনিধি:
চীনসহ বেশ কয়েকটি দেশে ‘করোনা ভাইরাস’ সংক্রমণের ফলে আতঙ্ক তৈরি হয়েছে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতা জারি করার পর পরই করোনা ভাইরাসের বিষয়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে কড়া সতর্কতা জারি করা হয়েছে। ভারত থেকে আসা বিদেশী পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে প্রতিনিয়ত।
করোনা ভাইরাসের ওপর সতর্কতা জারির পরপরই আজ ২৮ জানুয়ারী দুপুর পর্যন্ত ১’শ ৫০ জন সন্দেহজনক বিদেশী যাত্রীর স্বা¯হ্য পরীক্ষা করেছেন স্বাস্থ্য কর্মীরা।এর মধ্যে আইরিশ ৭ জন, অস্ট্রেলিয়ার ১২ জন, কানাডার ৪ ও আমেরিকার ৩ জনসহ মোট ২৬ জন বিদেশি নাগরিক ও ১২৪ জন ভারতীয় যাত্রীর বেনাপোল ইমিগ্রেশনে দায়িত্বরত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা স্বাস্থ্য পরীক্ষা করেছেন। ৪ জন স্বা¯হ্য কর্মী সকাল থেকে রাত পর্যন্ত দায়িত্ব পালন করছেন এখানে।
বেনাপোল ইমিগ্রেশনে কর্র্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুল মজিদ জানান, চীনে করোনা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে আক্রান্ত হয়ে অনেকে মারা গেছেন। বাংলাদেশে এ ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য স্বাস্থ্য বিভাগ সতর্কতা জারি করেছে। যাহার প্রেক্ষিতে আমি ও আমার টিম বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোষ্টে বিদেশ থেকে আসা নাগরিকদের নিয়মিত স্বাস্থ্য পরিক্ষা করছি। যাতে করে করেনো ভাইরাস বাংলাদেশে না ছড়াতে পারে।