মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
কামরুল হাসান মুরাদ:: শিশুর জন্য উপযোগী বিশ্ব গড়ে তোলার প্রত্যয়ে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় নানা আয়োজনে দুই দিন ব্যাপি শিশু মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২৮জানুয়ারী) সকালে মেলা উপলক্ষে উপজেলা সদরে র্যালি বের করা হয় এবং রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মেলার আয়োজন করা হয়। “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস এ মেলার আয়োজন করেছেন। মেলার উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী। রাজাপুর উপজেলা ইউএনও মোঃ সোহাগ হাওলাদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রিয়াদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর সরকারি কলেজর অধ্যক্ষ গোলাম বারী খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন ও রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা খানম প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন এনজিও এবং শিক্ষা প্রতিষ্ঠানের ১৫টি স্টল রয়েছে।