শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
মোঃ দেলোয়ার হোসেন নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি
চিরনিন্দ্রায় শায়িত হলেন পিরোজপুর জেলার নাজিরপুর সাবেক প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের নাজিরপুর প্রতিনিধি ছিদ্দিকুর রহমান তুহিনের সহধর্মীনি শিক্ষিকা মিসেস সালমা বেগম । গতকাল শনিবার উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
গতকাল শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে, নাজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান তুহিনের সহধর্মীনি শিক্ষিকা সালমা বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা অবস্থায় শুক্রবার (৩০-১-২০২০) দুপুর ২.ঘটিকার সময় শেষনি:শ^াস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম সালমা বেগম মৃত্যুকালে তিনি স্বামী ও দুই কন্যা রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে গভীর শোক এবং তার সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,গৃহায়ণ গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।
গতকাল শনিবার মরহুমার জানাযায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য আতিয়ার রহমান চৌধরী নান্নু ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজু রহমান, উপজেলা যুবলীগের সভাপতি খোকন কাজী সহ আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠন, নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি লাহেল মাহমুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ মাহামুদ,প্রেসক্লাব সাবেক সভাপতি আবু সাইদ খান,প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,সাবেক সহ-সাধারণ সম্পাদক এস এম রোকনুজামান,সাংবাদিক আল আমিন হাজরা, মজিবুর রহমান,প্রেসক্লাব সদস্য বৃন্দ, আসমাজ সেবক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জনসাধারণ। মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।