শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
জুলফিকার আমিন সোহেল বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় বুলবুলের ক্ষতিগ্রস্থদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট অর্থ সহায়তা প্রদাণ করেছে। বুধবার সকাল ১১টায় মঠবাড়িয়া ডাকবাংলোয় জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপকূলীয় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থ ৩২৬ টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করে।
এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটির পিরোজপুর জেলার নির্বাহী সদস্য এম.এ রাব্বানী ফিরোজের সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিট কর্মকর্তা মো. ইকবাল মাসুদ, কর্মকর্তা তরিকুল ইসলাম, জামিল আহম্মেদ, প্রেসক্লাব সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদী, ইউপি সদস্য মো. কুদ্দুস মিয়া প্রমূখ।
রেড ক্রিসেন্ট সোসাইটির পিরোজপুর জেলার নির্বাহী সদস্য এমএ রাব্বানী ফিরোজ জানান, পিরোজপুর জেলায় বুলবুলের ক্ষতিগ্রস্থ ৯৬৫ জনের মাঝে ৪ হাজার ৫‘শ টাকা করে আর্থিক সাহায্য দেয়া হয়ে। এ অর্থ ডাক বিভাগের মোবাইল মানি ট্রান্সফারের মাধ্যমে বিতরণ করা হয়।