শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ আলামীন (২৮) ও ইদ্রিস (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার মঠবাড়িয়া-তুষখালী সড়কের গুদিঘাটা ব্রিজের ওপর থেকে ১০পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী আলামীন উপজেলার দক্ষিন মিঠাখালী গ্রামের মৃত: আছমত আলীর ছেলে ও ইদ্রিস একই গ্রামের মৃত: চান মিয়ার ছেলে।
মঠবাড়িয়া থানার এস আই তৌফিকুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মঠবাড়িয়া তুষখালী সড়কের গুদিঘাটা এলাকায় অভিযান চালালে মাদক ব্যবসায়ী আলামীন ও ইদ্রিসসহ কয়েক জন মাদক ক্রেতা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মাদক ব্যবসায়ী আলামীন ও ইদ্রিসকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, মাদক ব্যবসায়ী আলামীন ও ইদ্রিসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে রোববার সকালে আদালতে সোপর্দ করা হবে।