শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে দুবাই ফেরত এক যুবক সিলেটের শহীদ সামছুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৪ মার্চ) রাত ১১টার দিকে অসুস্থ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যান স্বজনরা। পরে সেখানে করোনাভাইরাসের সন্দেহ হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুধবার রাতে যুবকটি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাকে সিলেট ওসমানী হাসপাতালে রেফার করা হয়। ওসমানী হাসপাতালের জরুরি বিভাগে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দেখেন। এ সময় অসুস্থ যুবক জানান তিনি দুবাইয়ের একটি আবাসিক হোটেলে কাজ করতেন। সেখানে বেশ কয়েকজন চিনের লোক সেই হোটেল থেকেছিল যাদের সঙ্গে তিনি মেলামেশা করেছে। দেশে আশার পর তার জ্বর ও সর্দিকাশি দেখা দেয়। যেগুলো করোনাভাইরাসের আক্রান্ত রোগীর সবগুলো লক্ষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তখন চিকিৎসকরা তাকে ঢাকায় যেতে বলেন। কিন্তু তিনি ঢাকায় যেতে না চাওয়ায় জেলা প্রশাসনের নির্দেশে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে জানান, দুবাই ফেরত অসুস্থ যুবক প্রথমে সিলেট রাগিব রাবেয়া হাসপাতালে ভর্তি হোন তারপর সেখান কার ডাক্তাররা রোগের লক্ষণ শুনে তাকে ঢাকায় যাওয়ার পরামর্শ দেন। তবে তিনি সেখানে না গিয়ে ওসমানী হাসপাতালের ইমার্জেন্সিতে আসলে তার রোগের সব ডিটেলস শুনে শহিদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেয়া হয় তাকে।
তিনি আরও বলেন, ওসমানি হাসপাতালে করোনা পরীক্ষার কোনও যন্ত্রপাতি নেই এ জন্য ঢাকার আইডিডিসিআর এর সঙ্গে কথা হয়েছে। তারা রোগীর রক্তের নমুনা নেবে তার পর জানা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি না।
এ দিকে সিলেট শহিদ শামস উদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুশান্ত কুমার মহাপাত্র বলেন, অসুস্থ রোগী বর্তমানে আমাদের হাসপাতালে ভর্তি আছে। আইডিডিসিআর এর লোকেরা তার রক্তের নমুনা নিয়েছে। পরীক্ষার পর মূল বিষয়টি জানা যাবে।