শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
গাজীআবুল কালাম,ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি
“দুর্যোগ ঝুকিহ্রাস পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি”এই প্রতিপাদ্যকে সামনেনিয়ে ইন্দুরকানীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। উপজেলা প্রসাশন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ১০ মার্চ উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই জায়গায় এসে শেষ হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ হোসাইন মুহাম্মাদ আল মুজাহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বাঘা, র্যালিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ হোসেন, উপজেলা আ-লীগ সাবেক সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,উপজেলা জেপি শ্রমিক পার্টি সভাপতি আবুল বাশার মৃধা,জাতীয় ছাত্র সমাজ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জসিম মীর, উপজেলা যুব সংহতি সভাপতি মজনু হোসেন রনী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা কর্মি ও উপজেলা প্রসাশনের কর্মকর্তা কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন।