শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
সোনাগাজী প্রতিনিধি:- সোনাগাজী প্রেসক্লাবের আয়োজনে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে “বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো” সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহন করে “আল হেলাল একাডেমি সোনাগাজী” এর ৬০জন ছাত্রছাত্রী সঠিক উত্তর দিয়েছেন। ১২ই মার্চ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আল হেলাল একাডেমির প্রধান শিক্ষক আবদুল হক (ভারপ্রাপ্ত) এর নিকট ফলাফল ও সনদপত্র হস্তান্তর করেন- সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আহ্বায়ক গাজী মোহাম্মদ হানিফ। এইসময় সোনাগাজী আল হেলাল একাডেমির শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।