মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:১০ অপরাহ্ন
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের একটি পরিবার লকডাউনে থাকা ও হোম কোয়ারেন্টাইনে থাকা ২শ ৩৫ পরিবারসহ মোট ৩শ ৫০ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে। এদিকে ভান্ডারিয়া পৌর সভা পক্ষ থেকে দিনমজুর ও অসহায় ১৫০টি পরিবারের মাঝে সরকারি ভাবে বরাদ্ধকৃত ১০কেজি চাউল বিতরণ করে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ নাজমুল আলম।
ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান জানান, পরিবার প্রতি সরকারি বরাদ্দের ১০ কেজি চাল এবং উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে পরিবার প্রতি ২ কেজি আলু, ১ লিটার তৈল, ১ কেজি করে ডাল, পিয়াজ, লবন বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এইচ এম জহিরুল আলম ও সংশ্লিষ্ট ধাওয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম জানান, ওই গ্রামে সবুজ নামে এক স্কুলছাত্র জ্বর সর্দি, কাশিসহ করোনারোগের উপসর্গ নিয়ে মারা যাওয়ায় পুরো গ্রামটিকে হোম কোয়ারেন্টাইন ঘোষনা করা হয়।
ডাঃ এইচ এম জহিরুল ইসলাম জানান, শিক্ষার্থীর মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরএ পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট না আসা পর্যন্ত ওই এলাকার জনসাধারণকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।