শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে অনুমতি না নিয়ে ইটভাটা তৈরিক শুরু করায় উপজেলা প্রসাশন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভাটা পরিদর্শণ, ও কাজে বাধা প্রদান করেছে। ২৮ ফেব্রæয়ারি সকাল ১১ টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসিন খন্দকার,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শেখ তৈয়বুর রহমান উপজেলার নব গঠিত চন্ডিপুর ইউনিয়নের কলারন নতুন ভাটা পরিদর্শণে যান। তার সেখানে ভাটার কাজ বন্দের নির্দেশ দেন। অনুমতি নানিয়ে কৃষি জমিতে শিল্পকারখানা তৈরির নিয়ম না থাকায় তারা জমির মালিক ও ভাটা কতৃপক্ষোকে কাজ না করার জন্য বলেন। বর্তমানে ঐ জমিতে বিভিন্ন রকম রবি শস্য রয়েছে যেমন মুগ ডাল, খেসাড়ি, মরিচ সহ বিভিন্ন জাতের ফসল আবাদি রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভুমি অফিস পেশকার জাহিদুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষন অফিসার মহসিন উদ্দিন হাওলাদারসহ সংগীয় পুলিশ ফোর্স।
সরকারের অনুমতি ছাড়া এমন কর্মকান্ড করা দন্ডনিয় অপরাধ বলে বিবেচিত। দিন দিন কৃষি জমিতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠায় যেমন পরিবেশ নষ্ট হচ্ছে তেমনি কৃষি আবাদি জমি কমে যাচ্ছে এবং বভিস্যতে খাদ্য ঘাটতি দেখাদিতে পারে বলে উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শেখ তৈয়বুর রহমান বলেন।
উপজেলার চন্ডিপুরের কলারণে প্রায় ১০ একর জমিতে নতুন রুপে এই ভাটার কার্যক্রম শুরু করেন মোড়েল গঞ্জ উপজেলার একজন ব্যাবসায়ী এই ফসলী জমি লিজ নিয়ে মাটি কাটার কার্যক্রম শুরু করেন। কতৃপক্ষের অনুমতি না থাকায় ভাটার কার্যক্রম বন্দ রাখার জন্য মালিক পক্ষোকে বলা হয়েছে।
জমি দাতা ফারুক হাওলাদার,ও জব্বার হাওলাদার বলেন আমরা জমি লিজ দিয়েছি এখানে আরও তিন চার জন জমিদাতা রয়েছে। জমিতে ধান কম হয় বলে ইটভাটা করতে জমি লিজ দিয়েছি। বাৎসরিক ১০ হাজার টাকা বিঘা।